চলমান সংবাদ

চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

নগরীতে দেড় লাখ টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকির (৪০) মৌলভী পুকুর পাড়ে রিয়াজ উদ্দিন উকিল সড়কের শাহী চাটগাঁ হোটেলে জাল নোট বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ওই হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ পেয়ার বলেন, জাল নোট বিক্রির জন্য হোটেলে অপেক্ষা করার সময় জাকির পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। আমরা ধাওয়া দিয়ে তাকে আটক করি। তার কোমরে লুঙ্গির সঙ্গে বেঁধে রাখা অবস্থায় এক লাখ ৫১ হাজার টাকা মূল্যমানের ১০৫টি এক হাজার টাকা ও ৯২টি ৫০০ টাকার নোট পাওয়া যায়। আমরা যাচাইবাছাই করে নোটগুলো জাল বলে নিশ্চিত হয়েছি। ‘জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, সে একসময় ঢাকার সদরঘাটে একটি হোটেলে চাকরি করত। সেখানে সাগর নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সাগর তাকে জাল নোটগুলো সরবরাহ করেছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জাকিরকে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তিনদিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে।
# ৩০.০৩.২০২২ চট্টগ্রাম #