চলমান সংবাদ

ভূমি অধিগ্রহণের অর্থ ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেয়ার অনুরোধ সুজনের

রমজানের মধ্যে না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে অনশনের ঘোষণা সরকারের উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জায়গার মালিকরা ক্ষতিপূরণের অর্থ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। নিজেদের বাপ-দাদার জায়গা জমি হারিয়ে নিদারুণ কষ্ট নিয়ে তারা উদ্বাস্তুর মতো দিনাতিপাত করছে মন্তব্য করে তিনি এর জন্য মামলাবাজ একটি সিন্ডিকেট ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেন। রমজান মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ হুকুম দখলের টাকা বুঝিয়ে দিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানান, অন্যথায় ভুক্তভোগীদের সাথে নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে এম এ আজিজ সড়কের দক্ষিণ হালিশহর নারিকেল তলা এলাকায় এল এ মামলা নং-০৯/১৫-১৬ এর অধিগ্রহণকৃত জায়গার ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। চসিক’র সাবেক প্রশাসক সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল সরকারের উন্নয়ন কর্মকান্ডে পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু ঐ ভূয়া মামলাবাজ সিন্ডিকেটের মামলার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হুকুম দখলের টাকা উত্তোলনে বাধা প্রদান করা হচ্ছে। এতে করে বে-টার্মিনালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে রয়েছে। ফলত চট্টগ্রামকে আধুনিক রূপে গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা নস্যাত হতে চলেছে। এসব মামলাবাজ সিন্ডিকেট চক্রটি উন্নয়নের শত্রু। এসব মামলাবাজ সিন্ডিকেট চক্রের সাথে প্রত্যক্ষভাবে আঁতাত রয়েছে এল এ অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের। তিনি আরো বলেন, চট্টগ্রামের তিন চতুর্থাংশ জায়গা দখল করে রেখেছে বিভিন্ন সংস্থা। চট্টগ্রামবাসী এখন নিজ দেশে পরবাসী। উন্নয়ন কর্মকান্ডের জন্য তারা জায়গা ছাড় দিতে রাজী হলেও ক্ষতিপূরনের টাকা বুঝিয়ে না দিয়েই পরিবারগুলোকে উচ্ছেদ করতে চায় বিভিন্ন সংস্থা। এসব মামলাবাজ সিন্ডিকেট প্রকাশ্যে পার্সেন্টেজ দাবি করছে এবং দাবীকৃত টাকা পরিশোধ না করলে মামলা প্রত্যাহার করা হবে না বলে হুমকি প্রদান করছে। এতে করে প্রকৃত জায়গার মালিকগণ অসহায় হয়ে পড়ছে। সরকার হুকুম দখলকৃত জায়গার সম্পূর্ণ অর্থ ছাড় করলেও মামলা মোকদ্দমার জালে পড়ে ক্ষতিগ্রস্ত জায়গার মালিকগণ নিদারুন কষ্ট ভোগ করছে। এসব শতশত পরিবারকে অনিশ্চয়তা থেকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীরও আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। যুবনেতা মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এবং মোহাম্মদ বেলালের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, আকবর হোসেন কবি, যুবনেতা সমীর মহাজন লিটন, আব্দুল কুদ্দুস মাখন, ইফতেখার আহম্মেদ, পতেঙ্গা থানা ছাত্রলীগ সভাপতি হাসান হাবিব সেতু, জাহাঙ্গীর আলম, আবদুল হাই, হাছি মিয়া, আব্দুল গফুরসহ শতশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

# ২৯.০৩.২০২২ চট্টগ্রাম #