চলমান সংবাদ

চট্টগ্রামে লালখানবাজারে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নগরীর লালখান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেলে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের উপস্থিতিতে দিদারুল আলম মাসুম ও আবুল হাসনাত বেলালের মধ্যে কথা কাটাকাটি-তর্কবিতর্ক হয়, একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় খুলশী থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে স্থানীয় যুবলীগ নেতা খালেকুজ্জামান বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারি বলে জানা গেছে। সংঘর্ষের বিষয়ে দিদারুল আলম মাসুমের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ও রেশনকার্ড নিয়ে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে হয়রানি ও ভোগান্তির অভিযোগ তুলেন তিনি। এসময় মঞ্চে উপস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের উপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেন আবুল হাসনাত বেলাল। একপর্যায়ে বেলাল মারমুখী অবস্থান নিলে আ জ ম নাছির উদ্দীনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই ঘটনার জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে কাউন্সিলর বেলালের উপস্থিতিতে লালখান বাজার এলাকায় ভাংচুর ও তান্ডব শুরু হয়। বেলালের অনুসারীরা মাসুমের ৫ জন কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। অন্যদিকে বেলালের দাবি, মাসুমের অনুসারীরা তার তিনজন কর্মী একা পেয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা হলেন-আরিফ, বাবুও তানভীর। এরমধ্যে তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, সোমবার রাতে লালখান বাজার এলাকায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে লালখান বাজার এলাকায় ব্লক রেইড দেওয়া হয়েছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক দুইজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় একটা পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
# ২৯.০৩.২০২২ চট্টগ্রাম #