চলমান সংবাদ

বিএনপিকে কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে দেয়নি পুলিশ, বিপ্লব উদ্যানে শ্রদ্ধা

বিএনপিকে ঠেকাতে দিনভর বেতারকেন্দ্রের সামনে আ.লীগের অবস্থান স্বাধীনতা ঘোষণার প্রচারকেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে শ্রদ্ধা জানানোর জন্য যেতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ মার্চ) দুপুরে নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যানে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুলের গাড়িবহর কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এদিকে কালুরঘাট বেতারকেন্দ্রে বিএনপির শ্রদ্ধা নিবেদন ঠেকাতে দিনভর সেখানে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন। রোববার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে নগরীর চান্দগাঁওয়ে বেতারকেন্দ্রের আশপাশে অবস্থান নেয় নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণজমায়েতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নেতাকর্মীরা বক্তব্য দেন। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাটে সমাবেশ করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি শ্রদ্ধা জানানোর নামে মিথ্যা ইতিহাস প্রচার করবে, ইতিহাসের খলনায়ককে নায়ক বানানোর চেষ্টা করবে, সেটা আমরা করতে দিতে পারি না। আমরা যারা সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা এখনও বেঁচে আছি। বিএনপিকে আর ইতিহাস বিকৃতির রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।’ বেতারকেন্দ্রের সামনে গণজমায়েতে মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ঐতিহাসিক সত্য। এই সত্য যারা বিশ্বাস করে না, তারা স্বাধীনতার শত্রু। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হলেও এরা নির্মূল হয়নি। এই ইতিহাস বিকৃতকারী স্বাধীনতার শত্রুদের নির্মূল করতে হবে। নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে কালুরঞঘাট বেতারকেন্দ্রের দিকে যেতে চাইলে পুলিশী বাধায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভাইস চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ গাড়ি থেকে নেমে আসেন। তাদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা হয়। তবে শেষপর্যৗল্প বেতারকেন্দ্রে আর যেতে পারেননি। সেখান থেকেই ফিরে যেতে হয় ফখরুলসহ বিএনপি নেতাদের। এদিকে ফখরুলের সঙ্গে পুলিশের বাকবিতন্ডার সময় ছাত্রলীগের একদল নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পুলিশ অবশ্য তাদের সরিয়ে দেয়। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধা দিয়েছে। তাই সেখানকার কর্মসূচি বাদ দিয়ে পলোগ্রাউন্ড মাঠে চলে আসতে হয়েছে। পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, বিএনপিকে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিলো না। বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানানোর পর উনারা নির্ধারিত কর্মসূচির বাইরে বেতারকেন্দ্রে যেতে চেয়েছিলেন। সেখানে তো কোনো অনুমতি নেই, সেখানে অন্য অনুষ্ঠান আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকায় তাদের সেখানে যেতে দেওয়া হয়নি। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে রোববার (২৭ মার্চ) দুপুরে কালুরঘাট বেতারকেন্দ্রের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা শুধু শ্রদ্ধা জানানোর কর্মসূচি ঘোষণা করে। বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ একইস্থানে দিনভর গণজমায়েত ও সমাবেশের ঘোষণা দেয়। এ অবস্থায় শনিবার রাতেই বিএনপি সিদ্ধান্ত নেয়, তারা কালুরঘাট বেতারকেন্দ্রে যাবে না। তারা বিপ্লব উদ্যানে ফুল দিয়ে এবং পলোগ্রাউন্ডে সমাবেশ করে কর্মসূচি শেষ করে।
# ২৭.০৩.২০২২ চট্টগ্রাম #