চলমান সংবাদ

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে বাসদ(মার্কসবাদী)-র শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছে বাসদ(মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা।এসময় উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সদস্যসচিব শফিউদ্দিন কবির আবিদ,জেলা সদস্য আসমা আক্তার,জাহেদুন্নবী কনক,দীপা মজুমদার প্রমুখ।এরপর একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোতোয়ালি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “মহান বীরত্বপূর্ণ লড়াই ও অসীম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার আকুতি ছিল শোষণ,বৈষম্যমুক্ত একটি রাষ্ট্রের।কিন্ত  গত পঞ্চাশ বছরের পুঁজিবাদী শোষণ ও ১৩ বছরের টফ্যাসিবাদী শাসনে দেশের জনগণ আজ বিপর্যস্ত।একদিকে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবি মানুষের জীবনে প্রবল অভাব,অন্যদিকে কোটিপতি মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে।এর মধ্যে করোনায় নতুন করে গরীব হয়েছে প্রায় সাড়ে তিন কোটি,বেকার হয়েছে আড়াই কোটি মানুষ।  প্রায় ৭৭ শতাংশ মানুষের আয় কমেছে।দ্রব্যমূল্যের উর্ধবগতিতে সংসার চালাতে বেশিরভাগ মানুষের নাভিশ্বাস হচ্ছে। কিন্তু মানুষের প্রকৃত আয় বাড়ছে না। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নেই। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নেই।দেশী বিদেশী পুঁজিপতি গোষ্ঠীর শোষণ ও লুটপাট অবাধ রাখতে দেশে আওয়ামীলীগের নেতৃত্বে চলছে ফ্যাসিবাদী শাসন চলছে।মতপ্রকাশের ন্যুনতম অধিকারও আজ কেড়ে নেওয়া  হয়েছে।এ পরিস্থিতিতে একদিকে বর্তমানে দেশের মানুষের উপর চেপে বসা ফ্যাসিবাদী দুঃশাসনকে উচ্ছেদ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাম—গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।একই সাথে দেশের এ সংকটের মূল কারণ পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে হবে।

# ২৬/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #