চলমান সংবাদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে গামী ২৮ মার্চ হরতাল সফল করার আহবান জানিয়েছেন বাম গণতান্ত্রিক  জোট চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে গামী ২৮ মার্চ হরতাল সফল করার আহবান জানিয়েছেন বাম গণতান্ত্রিক  জোট চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।আজ অনুষ্ঠিত এক প্রস্তুতিসভা থেকে নেতৃবৃন্দ এ আহবান জানান। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে আজ ২৬ মার্চ, সকাল ১১ টায় সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারূফ রুমী, সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া,বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,সদস্য মহিন উদ্দিন,গণসংহতি আন্দোলন জেলা সদস্য ফরহাদ জামান জনি,নাসির জোশি,সিপিবি নেতা ফরিদউদ্দিন,বাসদ নেতা মোঃ বাপ্পি।সভায় নেতৃবৃন্দ বলেন,”মূল্যবৃদ্ধিতে অতিষ্ট জনগণ বামজোটের ডাকা ২৮ মার্চ হরতালের প্রতি ইতোমধ্যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে।কারণ জনগণ চায়, এ দুঃসহ অবস্থার বিরূদ্ধে প্রতিবাদ হোক,জনগণের যন্ত্রণাদগ্ধ জীবনের আকুতি রাস্তায় ধ্বনিত হোক। সরকারের মন্ত্রীরা বলছে,এ হরতাল অযৌক্তিক, কারণ সরকার ব্যবস্থা নেওয়ায় সব জিনিসের দাম কমছে।অথচ বাস্তবতা হোল,সরকারকয়েকটিপণ্যেরশুল্কপ্রত্যাহারকরেছে।এরসুফলখুবসামান্যইসাধারণমানুষেরকাছেপৌঁছাচ্ছে।৩০% করকমলেওভোজ্যতেলেরদামলিটারপ্রতিমাত্র৮টাকাকমে১৬০টাকাহয়েছে।যাএখনমানুষবাজারেপাচ্ছেনা।টিসিবিরফ্যামিলিকার্ডেরমাধ্যমেপণ্যদেয়ারকেন্দ্রগুলোতেহাজারহাজারমানুষসমবেতহলেওকার্ডধারীরাসকালথেকেসন্ধ্যাপর্যন্তলাইনেদাঁড়িয়েযেপণ্যপাচ্ছেতাতেমাত্র১৫০টাকারমতসাশ্রয়হয়েছে।কার্ডপেতেওঅনেককেটাকাদিতেহচ্ছেবলেঅভিযোগপাওয়াযাচ্ছে।সরকারেরএতহাঁকডাকদেয়ারপর, দীর্ঘসময়ভোগান্তির পরসামান্যপ্রাপ্তিতেনিত্যপণ্যেরউচ্চমূল্যেরসময়েদরিদ্রপীড়িতমানুষেরমধ্যেব্যাপকক্ষোভতৈরিহয়েছে।নিত্যপণ্যেরদামকেনবাড়ছেতারকোনসদুত্তোরসরকারদিতেপারছেনা।মিডিয়ায়এসেছেবাস্তবেবিভিন্নপণ্যেরসিন্ডিকেটব্যবসায়ীদেরঅতিমুনাফারকারণেইদামবাড়ছে।এরসাথেসরকারদলীয়মন্ত্রীএমপিরাযুক্ত।তাইসরকারদামবৃদ্ধিরজন্যদায়ীদেরবিরুদ্ধেকার্যকরপদক্ষেপনিচ্ছেনা।

গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। গ্যাস কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবনার প্রেক্ষিতে বিইআরসি গণশুনানি করেছে। বিইআরসি ২০% গ্যাসের দাম এবং ১০৫ টাকা গ্যাসের চুলার দাম বাড়ানোর প্রস্তাব করেছে। বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতি অনিয়ম বন্ধ করলে গ্যাসের দাম বাড়ানোতো লাগবেইনা বরং কমানো সম্ভব। “

সভা থেকে নেতৃবৃন্দ নিত্যপণ্যের দাম কমাতে বাজার মনিটরিং জোরদার করা,মুনাফাখোর মজুতদার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া,সারাদেশে সবার জন্য ন্যায্যমূল্যে রেশনিং চালু করা,ভোগ্যপণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি,গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ,চট্টগ্রামসহ সারাদেশে  আধাবেলা হরতাল সফল করার আহবান জানান।

# ২৬/০৩/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #