চলমান সংবাদ

তেলের দামে ঘষামাজা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

তেলের দামে ঘষামাজা, গুনতে হলো লাখ টাকা জরিমানা মেয়াদোত্তীর্ণ পণ্য ও বোতলের গায়ে এমআরপি ঘষামাজা করে বেশি দামে বিক্রি করায় নগরের হালিশহর ঈদগাহ এলাকার জননী স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বাড়তি দামে তেল বিক্রি করায় আরও সাত প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরের হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় নগরের ঈদগাঁ এলাকায় রূপসা ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা ও খাজা আজমীর বয়লার হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে নগরের ইপিজেড এলাকার আলী শাহ্ মার্কেটের সন্ধীপ স্টোরকে ২ হাজার ও আমির স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া নগরের বন্দর থানা এলাকার নতুন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে তেল বিক্রি করায় মোমিন স্টোরকে ৩ হাজার টাকা ও বেলাল স্টোরকে ৫ হাজার টাকা ও পুরাতন পোর্ট মার্কেট এলাকার গরীবে নেওয়াজ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
# ২৩.০৩.২০২২ চট্টগ্রাম #