চলমান সংবাদ

চবির আবাসিক হলের রুম ভাঙচুর করেছে ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের অভ্যন্তরীণ ঝামেলাকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের রুমে ভাঙচুর চালিয়েছে। বুধবার (২৩ মার্চ) বেলা ১ টার সময় এ ঘটনা ঘটে।এ সময় ১০টি কক্ষ ভাংচুর হয়েছে। আহত হয়েছেন দুইজন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শোডাউন দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজয় গ্রুপের দুই পক্ষ। তৎক্ষণাৎ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর জের ধরে বুধবার আলাওল ও এফ রহমান হল থেকে বিজয়ের এক পক্ষের ২০-২৫ জন কর্মী সোহরাওয়ার্দী হলে এসে অতর্কিত হামলা চালায়। এসময় সোহরাওয়ার্দী হলের অফিস কক্ষসহ ১০টি রুম ভাঙচুর করা হয়। বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, আমাদের মধ্যে কোন পক্ষ-উপপক্ষ নেই। আমরা সবাই এক। জুনিয়রদের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছিল। বিষয়টি সিনিয়ররা বসে সমাধান করে দিব। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বলেন, যারা রুম ভাঙচুর করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

# ২৩.০৩.২০২২ চট্টগ্