চলমান সংবাদ

সাতকানিয়ার চেয়ারম্যান হত্যা, ১১ বছর পর আত্মগোপনে থাকা আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক নুরুল আফসার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সরোয়ার সালামকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ২০১১ সালের ২৬ ডিসেম্বর হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ ১১ বছর তিনি পলাতক ছিলেন। গতকাল সোমবার (২১ মার্চ) বিকেলে র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসারকে নিজবাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা (নম্বর- ২৬-১২-১১) দায়ের করেন। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, নুরুল আফসার চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. সরোয়ার সালাম বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করতেন। সরোয়ার সালাম বাকলিয়া এলাকায় ব্যবসা করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার ( ২০ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে সরোয়ার সালামের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

# ২২.০৩.২০২২ চট্টগ্রাম #