চলমান সংবাদ

চট্টগ্রামে স্বল্পমূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমে নানা অনিয়ম-অব্যবস্থাপনা গুদাম থেকে টিসিবি’র বিপুল পরিমান পণ্য উদ্ধার

– ডিলারসহ আটক ৩

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমে নানা অনিয়ম-অব্যবস্থাপনার ঘটনা ঘটছে। টিসিবি’র পণ্য ক্রেতাদের কাছে বিক্রি না করে গুদামে মজুদ করা, ফ্যামিলি কার্ড ছাড়া একাই ৫ জনের টিসিবি পণ্য নেয়া, ডালের মজুদ শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধসহ নানা অনিয়ম-অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। নায্যমূল্যে বিক্রির জন্য বরাদ্দ পণ্য মজুদের অভিযোগে চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং এলাকায় টিসিবির এক ডিলারের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল, ডাল ও চিনি জব্দ করেছে র‌্যাব। এসময় টিসিবির ডিলার মো. কামরুল ইসলাম রাশেদসহ তিনজনকে আটক করে র‌্যাব। মসুর ডালের মজুত শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার (২২ মার্চ) চট্টগ্রামের অধিকাংশ এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রি বন্ধ রয়েছে। ডালের চালান আসার পর বৃহস্পতিবার থেকে আবারও পণ্য বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত টিসিবির ডিলার মো. কামরুল ইসলাম রাশেদের গুদামে র‌্যাব সদস্যরা এ অভিযান চালান। র‌্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, টিসিবির ডিলার রাশেদ নায্যমূল্যে বিক্রির জন্য নেওয়া পণ্য ‘অবৈধভাবে’ ওই গুদামে মজুদ করছিলেন। সেখানে দুই হাজার লিটারের মতো সয়াবিন তেল, হাজার কেজির ওপর ডাল ও চিনি পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ চাল পাওয়া গেছে, সেগুলো টিসিবির বরাদ্দ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। র‌্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, তদন্ত করে জানা গেছে, টিসিবির ডিলার রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনকে বিক্রি করত। এছাড়া টিসিবির বরাদ্দ দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করত। এসব পণ্য কীভাবে, কেন গুদামজাত করা হয়েছে, তার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এ অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এদিকে হাটহাজারী উপজেলার ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ড ছাড়া জসীম উদ্দিন নামের এক ব্যক্তি একাই নিয়েছেন ৫ জনের জন্য বরাদ্দ টিসিবি পণ্য। পরে বাণিজ্য মন্ত্রণনালয়ের মনিটরিং টিমের সদস্যরা পণ্যগুলো জব্দ করেন এবং ওই ব্যক্তিকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের দিকে টিমের সদস্য বাংলাদেশ চা বোর্ডের সিনিয়র সহকারী সচিব (সচিব ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমীন পরিদর্শনে এসে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। এসময় তার কাছ থেকে ১০ লিটার তেল, ১০ কেজি ডাল, ১০ কেজি চিনি জব্দ করা হয়। অন্যদিকে চট্টগ্রামে দুইদিইেন শেষ হয়ে গেছে মসুর ডালের মজুদ। এর ফলে চট্টগ্রাম নগরী ও জেলার অধিকাংশ এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবির ভোগ্যপণ্য বিক্রিও বন্ধ হয়ে গেছে। ডালের চালান আসার পর বৃহস্পতিবার থেকে আবারও পণ্য বিক্রি শুরু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের মধ্যে ১০-১২টি ছাড়া বাকি সব ওয়ার্ডে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) টিসিবির পণ্য বিক্রি হয়নি। এছাড়া বোয়ালখালী, হাটহাজারীসহ বেশ কয়েকটি উপজেলায় পণ্য বিক্রি পুরোপুরি বন্ধ ছিল। বিভিন্ন পৌরসভাগুলোতেও পণ্য পাঠানো হয়েছে কম। চিনি এবং সয়াবিন তেল পর্যাপ্ত থাকলেও মসুর ডাল না থাকায় প্যাকেট করা যায়নি। নগরীতে যেসব স্পটে গত দুইদিন পণ্য বিক্রি হয়েছে সেগুলোতে মঙ্গলবার সকালেও ক্রেতারা কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছেন। দীর্ঘসময় অপেক্ষার পরও ট্রাক না আসায় এবং ওয়ার্ড কাউন্সিলরেরা পণ্য বিক্রি হবে না বলে জানিয়ে দেয়ার পর তারা ফিরে যান। এ নিয়ে ক্রেতারা ক্ষোভও জানিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘দুইটি উপজেলা ও সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না। মসুর ডাল পর্যাপ্ত নেই। ডাল প্রাপ্তি সাপেক্ষে আবার পণ্য বিক্রি শুরু হবে। চিনি, তেল আমাদের কাছে আছে। ঢাকা থেকে ডাল পাঠালেই প্যাকেটে ভরে একসঙ্গে ডিলারদের কাছে দেয়া হবে। সেক্ষেত্রে হয়ত আমরা বৃহস্পতিবার থেকে আবার বিক্রি শুরু করতে পারব।’ চট্টগ্রামে ৮৪ জন ডিলারের মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। সারাদেশের মতো গত রোববার (২০ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়নে এবং ১৫ পৌরসভায় একযোগে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। প্রথমদিন চট্টগ্রামে ৪৩ হাজার ৭১৩ পরিবার টিসিবির ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য সংগ্রহ করেন। এদিন ৮৭৪২৬ কেজি করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হয়। দ্বিতীয়দিনেও সমপরিমাণ পণ্য বিক্রি হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।
# ২২.০৩.২০২২ চট্টগ্রাম #