চলমান সংবাদ

বিদেশে নেয়া, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণা, দুই বছরে অর্ধকোটি টাকা হাতিয়ে ধরা

আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে কমপক্ষে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে মোরশেদ রানা আবির (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবির লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব শেরপুর গ্রামের শামসুল হকের ছেলে। র‌্যাব জানায়, চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানার শ্রমিক হিসেবে মোরশেদের কর্মজীবন শুরু হয়েছিল। দুই বছর আগে চাকরি ছেড়ে প্রতারণায় নামেন। পাল্টে যায় বেশভূষা। বিশ্বখ্যাত নানা ব্র্যান্ডের পোশাক পরতেন, গলায় সোনার চেইন, হাতে আংটি। যাদের প্রতারণার ফাঁদে ফেলতেন, তাদের সঙ্গে দেখা করতেন তারকা মানের হোটেলে। বিভিন্ন বিমানবন্দরের সামনেও তাদের সঙ্গে দেখা করতেন। এসব সময় তিনি মোবাইলে ইংরেজিতে কথা বলতেন। দুই বছর ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকায় মোরশেদ নিজের বাড়িতে দোতলা ঘর বানিয়েছেন। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মোরশেদকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭’র কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী বলেন, ‘গত দুই বছর ধরে মোরশেদ প্রতারণা করে আসছে। কাউকে ইউরোপের বিভিন্ন দেশে কিংবা আমেরিকায় পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করে। আবার কাউকে বায়িং হাউজসহ বিদেশি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে। তিনি বলেন, ‘আমরা অন্তত ৩০ জনকে পেয়েছি যাদের একেকজনের কাছ থেকে তিন লাখ টাকা থেকে সর্বোচ্চ ১২ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে সে। আনুমানিক ৫০ লাখ টাকার মতো সে বিভিন্নজনের কাছ থেকে নিয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে ১৫-১৬ জন ভুক্তভোগী র‌্যাব কার্যালয়ে আসেন।’
# ১৬.০৩.২০২২ চট্টগ্রাম #