চলমান সংবাদ

বাজুস’র চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন

-গোল্ড রিফাইনারি হলে দেশে প্রচুর স্বর্ণের কারখানা গড়তে হবে

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস’র চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন রবিবার (১৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নৌবাহিনী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি ধর। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও বাজুস’র সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দিলীপ কুমার রায়। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন, বাজুস খুলনা বিভাগীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম, বাজুস চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক, বাজুস’র ডেপুটি ম্যানেজার (একাউন্টস) মো. সিরাজুল ইসলাম। সংগঠনের সহ-সম্পাদক কাজল বণিক ও হিরন্ময় ধরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা। এছাড়াও সম্মেলনে চট্টগ্রামসহ ১০ জেলা প্রতিনিধি ও ৪৫ উপজেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা বলেন, বাজুস কেন্দ্রীয় সভাপতি গোল্ড ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মালিকানা বাজুস’র সব সদস্যের থাকবে। হাতের কাছে গোল্ড পাবেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্বর্ণ রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আনা যাবে। গোল্ড রিফাইনারি হলে দেশে প্রচুর স্বর্ণের কারখানা গড়তে হবে। স্বর্ণের ডিলার কারা হতে পারবেন তার একটি রূপরেখা, কাঠামো থাকবে। আমরা ব্যবসায় সমতা এনে স্বল্প পুঁজির ব্যবসায়ীদের এগিয়ে নিতে চাই। ব্যবসা করতে হলে সততার মধ্য, আইন বিধি মেনে করতে হবে। আমরা সরকারকে কর, ভ্যাট দিলে দেশে আরও টানেল হবে, পদ্মা সেতুর মতো বড় বড় সেতু হবে। সরকারকে ভ্যাট ২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবনা দেওয়ার লক্ষ্যে কাজ করছে বাজুস। বক্তারা আরো বলেন, বাজুস আগামী ১৭, ১৮ ও ১৯ মার্চ ঢাকায় স্বর্ণালংকার প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। দুবাই, ভারত, কাতার, সিঙ্গাপুর থেকে জুয়েলারি শিল্পে জড়িত ব্যবসায়ীরা আসবেন। সুখবর হচ্ছে মেলায় ডায়মন্ডের হলমার্ক নিয়ে আসছি আমরা।
# ১৩.০৩.২০২২ চট্টগ্রাম #