চলমান সংবাদ

খেলাঘরের তিন প্রয়াত সংগঠকের স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে হবে

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের তিন প্রয়াত সংগঠক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন এবং কাউন্সিলর তারেক সোলেমান সেলিম’র স্মরণ অনুষ্ঠান শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। স্মরণ অনুষ্ঠানে বক্তারা প্রয়াতদের অবদান স্মরণ করে বলেন, এই তিন প্রথিতযশা সংগঠক আমৃত্যু শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা, বিজ্ঞান মনষ্কতা ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। আমৃত্যু লড়াকু এই নেতাদের শ্রমে-ঘামে-মেধায় বিকশিত হয়েছে খেলাঘর আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক নবপ্রজন্ম গঠনের মাধ্যমে তাঁদের প্রতি যথাযথ সম্মান জানানোর একমাত্র পথ। তাঁদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, ড. গাজী সালেহ উদ্দিন এবং তারেক সোলেমান সেলিম স্মরণে শুরুতেই শ্রদ্ধা জানিয়ে শোক সংগীত নিবেদন করেন জুঁই খেলাঘর আসরের ভাইবোনেরা। খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ড. গনেশ রায়’র সভাপতিত্বে এবং স্মরণ সভা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা রোজী মজুমদার সেন ও মহানগর কমিটির সম্পাদক তারেক ইফতেখারের সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আহসান হাবীব, মহানগর কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট নাট্যকার মুনীর হেলাল, সাবেক কেন্দ্রীয় নেতা সাংবাদিক নজরুল কবীর। প্রয়াত নেতৃবৃন্দের জীবনী পাঠ করেন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক চন্দন পাল, সাধারণ সম্পাদক এ. এস. এম. জাহিদ হোসেন ও মহানগর কমিটির সম্পাদক বিশ্বজিৎ বসু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ ইউসুফের পুত্র রাজীব মইনুদ্দীন শাওন এবং তারেক সোলেমান সেলিমের কন্যা তারেক তাসনিম নোভা। স্মরন সভায় প্রয়াত নেতাদের পরিবারের সদস্য, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম মহানগরের আসর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। # ১২.০৩.২০২২ চট্টগ্রাম #