চলমান সংবাদ

বাজার সিন্ডিকেট ভেঙে টিসিবির পণ্য বিক্রি বাড়ানোর দাবি সিপিবি’র

বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশে চলমান দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও টিসিবির পণ্য বিক্রি বাড়ানোর দাবি জানানো হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলার আয়োজিত সভায়। এসময় আরও বলা হয়, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করার পাশাপাশি ন্যায্যমূল্যের পর্যাপ্ত দোকান খুলতে হবে এবং মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র নিশ্চিত করতে হবে। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০ টায় নগরীর হাজারী গলিস্থ পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ও সদস্য দিবালোক সিংহ। সিপিবি সভাপতি মো. শাহ আলম তার বক্তব্যে বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি খুবই নাজুক। লুটপাটতন্ত্র, ঘুষ, দূর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্যই করা যাচ্ছে না। সাধারণ নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়ছে। গণতন্ত্রের সকল কাঠামো বর্তমান আওয়ামীলীগ সরকার ভেঙে দিয়েছে।
# ১১.০৩.২০২২ চট্টগ্রাম #