চলমান সংবাদ

চট্টগ্রামে যুবদল নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নগরীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশের পর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গতকাল  বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে যুবদলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশ শেষে হাবিবুন্নবী খান সোহেল বের হওয়ার সময় সড়কে শ’খানেক নেতাকর্মী তার আশপাশে অবস্থান নেয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হলে পুলিশ গিয়ে তাদের সরে যেতে বলে। সাময়িক উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হতে চাইলে পুলিশ লাঠিচার্জের চেষ্টা করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, ‘যুবদল পার্টি অফিসের ভেতর তাদের সমাবেশ শেষ করেছে। আমরা সড়কে অবস্থানে ছিলাম। সমাবেশ শেষে তাদের প্রধান অতিথিকে গাড়িতে তুলে দিতে গিয়ে শ’খাইেশ নেতাকর্মী সড়কে জটলা তৈরি করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ তাদের সড়ক থেকে সড়ে যেতে বলে। তারা চড়াও হতে চাইলে পুলিশ ধাওয়া দেয়। এতে নেতাকর্মীরা দৌড়ে বিভিন্ন দিকে চলে যায়। এদিকে বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধক ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, প্রধান বক্তা ছিলেন মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক এড. শাহানা আক্তার শানুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনিও সাবেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, লুৎফা খানম স্বপ্না। এসময় প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা ছাড়া আর কোনো আলোচনা এ সরকারের সঙ্গে হবে না।

# ১১.০৩.২০২২ চট্টগ্রাম #