চলমান সংবাদ

উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি মাহবুবুর রহমান আর নেই

উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি লেখক, গবেষক ও মাহবুবুর রহমান চৌধুরী (৬৮) আর নেই। শুক্রবার (১১ মার্চ) দুপুরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাতকানিয়া উপজেলার খাগরিয়ার বাসিন্দা মাহবুবুর রহমান চৌধুরী দুই পুত্রসন্তান রেখে গেছেন। পরিবারে চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে শহরের আগ্রাবাদের বাসায় হৃদরোগে আক্রান্ত হন মাহবুবুর রহমান চৌধুরী। এরপর তাকে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল তিনটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নগরীতে প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সাতকানিয়ার খাগরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুক্রবার রাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাহবুবুর রহমান চৌধুরী উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ সম্মেলনে গঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পান তিনি। তার মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক সফিউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা বলেন, মাহবুবুর রহমান প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সারাজীবন নিরলস কাজ করেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন তিনি লালন করতেন তা ছড়িয়ে দিতে সমগ্র জীবনব্যাপী সংগ্রাম করেছেন। অত্যন্ত প্রজ্ঞাবান, নীতি-নৈতিকতা সম্পন্ন এবং সমাজতান্ত্রিক চেতনার ধারক ছিলেন তিনি। তাকে হারিয়ে প্রগতিশীল আন্দোনের সংগ্রামে অপূরণীয় ক্ষতি হলো।
# ১১.০৩.২০২২ চট্টগ্রাম #