চলমান সংবাদ

২১ বছর পর নগর স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সভাপতি দেবু, সম্পাদক আজিজ

প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নতুন কমিটির নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঘোষণা করা হলো চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি। দীর্ঘ ২১ বছর পর আগামী ৩ (তিন) বছরের জন্য কেন্দ্র থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতীক্ষিত এই কমিটিতে সভাপতি হয়েছেন দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। দুজনেই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। বুধবার (১০ মার্চ) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ পদে নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া চারজন উপদেষ্টার নামও ঘোষণা করা হয়েছে। ৯ মাস আগে সম্মেলন হলেও তখন কমিটি ঘোষণা করা হয়নি। ১০১ সদস্যবিশিষ্ট কমিটির বাকি পদের নাম সাতদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে সংগঠনের কেন্দ্র থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাস, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েমকে। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। সাংগঠনিক সম্পাদক হলেন, মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ্), দেবাশীষ আচার্য্য। এতে প্রচার সম্পাদক করা হয়েছে তাসাদ্দেক নূর চৌধুরী তপুকে। এদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে চারজনকে উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়েছে। এরা হলেন- সাদেক হোসেন পাপ্পু, আনোয়ারুল ইসলাম বাপ্পী, নুরুল কবির ও জসিম উদ্দিন। এর আগে গত বছরের ১৯ জুন নগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি পদে ৪৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৩২ জন ফরম জমা দেন। কমিটিতেও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী নেতাদের মধ্যে ছিল পদলাভের প্রতিযোগিতা। শীর্ষ দুটি পদের (সভাপতি-সাধারণ সম্পাদক) একটিতে নাছির ও অন্যটিতে নওফেল সমর্থককে বসানো হবে এমন কথা অনেকটা ওপেন সিক্রেট হঔের শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদেই বসেছেন নওফেল সমর্থকরা। তবে বাকিদের অধিকাংশই আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। সর্বশেষ ২০০১ সালে নগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। পরবর্তীতে সেই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি। এদিকে নব নির্বাচিত কমিটির সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার সকালে সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি চট্টলবীর প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের সাথে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

# ১০.০৩.২০২২ চট্টগ্রাম #