চলমান সংবাদ

চট্টগ্রামে গ্রেপ্তারের ৩ ঘন্টা পর হত্যা মামলার আসামির মৃত্যু

চট্টগ্রামে র‌্যাবের হাতে গ্রেপ্তারের ৩ ঘন্টা পর হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নজরুল ইসলাম বাবুল নামে ওই আসামির মৃত্যু হয়। বাবুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায়। র‌্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানা এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারের পাশ থেকে নজরুল ইসলাম নামে এক আসামিকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। এরপর আমরা তার পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ করছিলাম। এসময় তিনি অসুস্থতাবোধ করেন। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার ইসিজি রির্পোট আমাদের সংরক্ষণে আছে। এ সময় হাসপাতালে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাক হয়ে নজরুল ইসলাম বাবুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
# ০৯.০৩.২০২২ চট্টগ্রাম #