চলমান সংবাদ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩০ বৎসর পূর্তি

 উদযাপন বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) এর ৩০ বৎসর পূর্তি উপলক্ষে সংগঠনের বায়েজিদ থানা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। ইনসাব বায়েজিদ থানা কমিটির রৌফাবাদ কার্যালয়ে সংগঠনের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কার্যকরী সভাপতি ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক জাকির সর্দার, বেসরকারী স্বাস্থ্য সেবা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি তানজিনা হোসেন তানজু এবং রুমি বড়ুয়া প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে এখন ব্যাপকহারে উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে। এ সকল উন্নয়নমূলক কাজ পরিচালনা করার দেশে অনেক বড় বড় ঠিকাদারী প্রতিষ্ঠান এবং ডেভেলপার কোম্পানী প্রতিষ্ঠিত হলেও নির্মাণ শ্রমিকেরা আজও প্রাতিষ্ঠানিক শ্রমিক হিসাবে স্বীকৃতি পায়নি। প্রতিদিন প্রচুর নির্মাণ শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে আহত এবং নিহতের সংবাদ পত্রিকার পাতা উল্টালেই দেখতে পাওয়া যায়। আহত অনেক শ্রমিক যথযথ চিকিৎসা পর্যন্ত পায়না। শ্রম আইন অনুযায়ী আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণও প্রদান করা হয়না। নেতৃবৃন্দ বলেন, এ অবস্থার পরিবর্তন করতে হলে শ্রমজীবী মানুষকে আরো ঐক্যবদ্ধ হয়ে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে দেশের মানুষের জীবন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। করোনার অভিঘাতে দেশে বর্তমানে অতি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬ কোটিতে উন্নীত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মিছিলে যুক্ত হচ্ছে নির্মান শ্রমিকেরাও। নির্মাণ শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করে এবং বিগত দুই বছরে করোনাকালীন অধিকাংশ নির্মাণ শ্রমিক কর্মহীন ছিল ফলে নির্মান শ্রমিকদের অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে পড়েছে। তারা জরুরী ভিত্তিতে নির্মান শ্রমিক সহ দেশের দরিদ্র জনগোষ্ঠীর নিকট ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য পৌছে দেয়ার জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।