চলমান সংবাদ

রাশিয়ার মস্কোস্হ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত

 মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে একুশে ফেব্রুয়ারি সোমবার বিকেলে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আন্তর্জাতিক ‘মাতৃভাষা দিবস ২০২২’ পালিত হয়েছে। শুরুতেই ৫২’র শহীদদের স্মরণে অস্থায়ী নির্মিত শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন সংগঠন এবং উপস্থিত সকলে পুষ্পস্তবক অর্পণ করেন। রাশিয়ান শ্রী চিন্ময় সেন্টারের রুশ সদস্যরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশে বাংলাদেশী ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি রাশিয়ান শিল্পীরাও আরো বেশ কয়েকটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন রাশিয়ান শিল্পীদের প্রশিক্ষক প্রবাসী রবীন্দ্র সংগীত শিল্পী প্রবীর কুমার সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদেশিদের কন্ঠে বাংলা গান পরিবেশনা দর্শকদের ব্যাপক প্রশংসা পায়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মান্যবর রাস্ট্রদূত কামরুল আহসান, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রবাসী ও রুশ নাগরিকেরা।
# ২২/০২/২০২২, প্রেস বিজ্ঞপ্তি, প্রবীর কুমার সরকার, মস্কো রাশিয়া#