চলমান সংবাদ

চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা পালন

-সকল জাতিগোষ্ঠীর ভাষার অধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়

সকল জাতিগোষ্ঠীর ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা দৃপ্ত শপথে চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও নানা শ্রেনি-পেশার সর্বস্তরের মানুষ। সাংস্কৃতিক বলয় প্রকল্পের জন্য চট্টগ্রাম নগরীর কে.সি.দে রোডে কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে পুনরায় নির্মাণ করা হচ্ছে। অদূরে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে প্রথমবারের মতো শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই শুরু হয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের মানুষের আনাগোণা। এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। নগর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী কাউন্সিলরদের নিয়ে শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে জেলা প্রশাসন ও নগর পুলিশের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। জনসমাগমের মাধ্যমে প্রভাতফেরিতে নিষেধাজ্ঞার পাশাপাশি সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন ও ব্যক্তিপর্যায়ে সর্বোচ্চ দু’জনকে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের সীমা বেঁধে দেয়া হয়। করোনার কারণে প্রত্যেককে মাস্ক পরে বেদিতে আসা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল। তবে সেই বিধি-নিষেধ তেমন কার্যকর হয়নি। দলে দলে মানুষ নির্বিঘেœই প্রবেশ করেছে। তবে অন্যান্যবারের মতো এবার শহীদ মিনারে মানুষের ঢল দেখা যায়নি। ভিড় না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ব্যানারে শতাধিক নেতাকর্মী একসঙ্গে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করেও প্রবেশ করতে দেখা গেছে। অনেকের মুখেই ছিল না মাস্ক। মেয়রের পরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক -স্বাস্থ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুস ছালামসহ নেতাকর্মীরা ছিলেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান নেতাকর্মীদের নিয়ে ফুল দেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), গণমুক্তি ইউনিয়ন, জাসদ, ন্যাপ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন। চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা বর্ণমালা মিছিল বের করেন। মিছিল শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাংস্কৃতিক গণসংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, খেলাঘর চট্টগ্রাম মহানগর, সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম মহানগর যুবলীগ, যুব ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য ড. বেনু কুমার দে। এরপর ভাষা শহীদদের স্মরণে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দেয়া হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা প্রথম প্রহরে ক্যাম্পাসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী ইউনিয়ন, অনুষদ, আবাসিক হল, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো- সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা। এছাড়া একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সিইউজে’র যুগ্ম-সম্পাদক আবদুস সবুর শুভ। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‌্যাব, সোয়াট টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট মোতায়েন করা হয়।
# ২১.০২.২০২২ চট্টগ্রাম #