চলমান সংবাদ

ভাষা দিবস উপলক্ষ্যে শিশু কিশোর মেলার বর্ণমালার মিছিল

মহান ভাষা দিবসে  চট্টগ্রাম নগরীতে বর্ণমালা মিছিল করেছে ‘শিশু কিশোর মেলা’।আজ সকাল ৮ টায় পাথরঘাটাস্থ ক্ষুদিরাম পাঠাগার এর সামনে থেকে “আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান  দিয়ে বর্ণমালা মিছিল শুরু হয়। মিছিলে শিশু কিশোররা নিজেদের হাতে তৈরি রং বেরংয়ের  বাংলা অক্ষরের পাশাপাশি মারমা ও ত্রিপুরা ভাষার নানা অক্ষরের প্রতিকৃতি বহন করে। কারণ শিশু কিশোর মেলা মনে করে,স্ব স্ব মাতৃভাষায় সকল জাতিসত্ত্বার শিক্ষা রাষ্ট্রীয় আয়োজনে নিশ্চিত করতে হবে।এরপর মিছিল সহকারে মিউসিনিপ্যাল স্কুলের শহীদ মিনারে সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য,গত  দুবছর স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেমন শিক্ষায় পিছিয়ে গেছে তেমনি শিক্ষার্থীদের হতাশা ও বিষন্নতাও গ্রাস করেছে। এই সময়কালে শিশু কিশোর মেলা জাতীয় দিবস পালন সহ বড় মানুষের জীবনী স্মরণের মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতি নির্মাণের চেষ্টা করেছে চট্টগ্রাম সহ সারা দেশে।

# ২১/০২/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #