চলমান সংবাদ

একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তার চাদরে চট্টগ্রাম, থাকবে ৭ ইউনিটের কড়া তল্লাশি

রাত পোহালেই প্রভাত ফেরি। করোনার ঢামাডোলে একুশে ফেব্রুয়ারি ঘিরে খুব একটা জৌলুশ না থাকলেও একুশের ভোরটি ব্যাপকভাবে উৎযাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামবাসী। একুশে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে কোন ধরনের হামলার আশঙ্কা না থাকলেও কড়া তল্লাশি বসানোর কথা জানানো হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহিৃত স্পটগুলোতে তল্লাশি চালানোর কথা জানিয়েছে পুলিশ। প্রথমবারের মতন বিকল্প শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে চট্টগ্রামবাসী রোববার (২০ ফেব্রুয়ারি) সিএমপি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরের নিরাপত্তা জোরদারে একুশে ফেব্রুয়ারি ঘিরে কাজ করবে পুলিশের সাতটি ইউনিট। এরই মধ্যে নগরের ১৬ থানার পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে স্পেশাল আর্মড ফোর্স, স্পেশাল উইপন্স অ্যান্ড টেকটিকস (সোয়াট), বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ইউনিট, ডিবি ও সাদা পোশাকের পুলিশ। তাছাড়া চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা, হোটেল-মোটেল, হাসপাতাল, আবাসিক ভবন, শপিং মল, হাই রাইজ ও বিল্ডিংয়ে তল্লাশি চালাবে পুলিশের বিশেষ বাহিনী। পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৬০ বছরে প্রথম বিকল্প শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে চট্টগ্রামবাসী এদিকে ২১ ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা লোজজনকে সার্চ করা হবে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টর দিয়ে। ম্যানুয়েল ও অটোমেটিক স্কিনিংয়ের পাশাপাশি চালানো হবে স্ক্যানিং কার্যক্রম। সিএমপি পুলিশের এডিসি (পিআরও) শাহাদাৎ হুসেন রাসেল বলেন, ‘একুশে ফেব্রুয়ারি ঘিরে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হবে।’

# ২০।০২।২০২২ চট্টগ্রাম #