চলমান সংবাদ

চবিতে সশরীরে ক্লাশ শুরু ২২ ফেব্রুয়ারি সভা-সমাবেশ নিষেধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে সরাসরি পাঠদান শুরু হবে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)। তবে ক্যাম্পাসে সভা-সমাবেশসহ জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবির সকল বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। তবে ক্লাস, পরীক্ষা ও দাফতরিক সভা ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশসহ জনসমাগম হয় এরূপ কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না। এছাড়া শিক্ষার্থীদের টিকার সনদ সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলে চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। # ১৯.০২.২০২২ চট্টগ্রাম #