চলমান সংবাদ

সাবেক সাংসদ মোহাম্মদ ইউসুফের আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী

সাবেক রাজনীতিবিদ, শ্রমিক নেতা ও সাংসদ মোহাম্মদ ইউসুফের আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৯১ সালে সংসদ নির্বাচনে সালাউদ্দিন চৌধুরীর ছোট ভাই গিয়াস উদ্দিন কাদেরকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর জনপ্রিয়তায় ভিত হয়ে তৎকালীন সাকা চৌধুরী গং সেনা বাহিনীর মাধ্যমে বিজয় ছিনিয়ে নেন।

তিনি রাঙ্গুনিয়ায় সর্বস্তরের মানুষের নিকট দলমত নির্বিশেষে অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। একজন সাংসদ হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত আর্থিক কষ্টের মধ্য দিয়ে তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছেন এবং বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। অর্থের অভাবে বিনা চিকিৎসায় একজন জনপ্রিয় সৎ রাজনীতিবিদের মৃত্যু – জাতির ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে।

# ১৮/০২/২০২২, প্রগতির যাত্রী ডেস্ক #