চলমান সংবাদ

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। রাঘববোয়ালদের বাঁচাতেই দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে ‘বিনা কারণে’ চাকরিচ্যুত করা হয়েছে অভিযোগ করে মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাধর দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে এই কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। রাঘববোয়ালদের কাজ করাও এক ধরনের দুর্নীতি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলা হয়। দুদক’র আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার প্রতিবাদ এবং চাকরি পূর্ণবহালের দাবিতে ‘জাগ্রত ছাত্র সমাজ’ কক্সবাজার-চট্টগ্রাম ব্যানারে এ মানববন্ধন করা হয়। জাগ্রত ছাত্রসমাজ কক্সবাজারের সভাপতি ফজলে আজিম মোহাম্মদ ছিফগাতুল্লাহ বলেন, ‘শরীফ উদ্দিন একজন সৎ এবং সাহসী অফিসার। তিনি সরকারের বড় বড় প্রকল্পের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে বড় বড় রাঘববোয়ালদের রোষানলে পড়তে হয়েছে। আজকে সেই রাঘববোয়ালদের বাঁচাতে কিছু কর্মকর্তা শরীফ উদ্দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাঘববোয়ালাদের বাঁচাতেই শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে; যা এক ধরনের দুর্নীতি।’ তিনি বলেন, ‘শরীফ উদ্দিন কক্সবাজারে সরকারের মেগাপ্রকল্প নিয়ে কাজ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নিজের জীবনকে ঝুঁকিরমুখে নিয়ে তদন্ত কাজ করেছেন। কক্সবাজারের এসপিএম প্রকল্প, পানিশোধানাগার প্রকল্প, পিবিআই প্রকল্পসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করেছেন। এসব কাজ করতে গিয়ে বড় বড় আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের মুখোশ উন্মোচন করেছেন শরীফ উদ্দিন। এটাই ছিল তার অপরাধ। দেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে সৎ এবং সাহসী ভূমিকা দেখিয়ে কাজ করাই ছিল তার অন্যায়।’ অসাংবিধানিকভাবে শরীফ উদ্দিনকে যে চাকরিচ্যুত করা হয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে তার চাকরি পূর্ণবহালও করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, একজন শরীফ উদ্দিন থাকলেই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে’ উল্লেখ করেন বক্তারা। এসময় সংগঠনের নেতা-কর্মীরা শরীফ উদ্দিনকে অপসারণের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে তাকে চাকরিতে পূর্ণবহালের দাবি জানান। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদসহ চট্টগ্রাম-কক্সবাজারের বিভিন্ন ছাত্ররা মানববন্ধনে অংশ নেন।
# ১৮.০২.২০২২ চট্টগ্রাম #