চলমান সংবাদ

সরকারি অর্থ আত্মসাৎ অভিযোগে চট্টগ্রামে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদক’র মামলা

ভূমি উন্নয়ন করের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুমন চৌধুরীর (৪৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় চার অর্থ বছরের রাজস্ব খাতের ৩০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করা হয়। দুদক’র একই কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ভূমি মালিকদের কাছ থেকে ভূমি উন্নয়ন কর আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে ৩০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টাকা নিজেই আত্মসাৎ করেন। যদিও সুমন চৌধুরী এসব অর্থ ব্যাংকের কোষাগারে জমা দিয়েছেন বলে অফিসে উল্লেখ করেন। কিন্তু দুদক’র অনুসন্ধানে ওঠে আসে, সুমন চৌধুরী ব্যাংকের সীল-স্বাক্ষর জাল করে ভুয়া চালানের মাধ্যমে জমা দেখিয়ে সবগুলো অর্থই আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার, পারস্পরিক বিশ্বাস ভঙ্গ ও জালিয়াতি করায় দন্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ আনা হয়। সূত্রে জানা গেছে, সুমন চৌধুরী ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে ২০১৯ সালের ৯ জানুয়ারি শিকলবাহা ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন। যোগদানের পর ২০১৯ সালের ৪ এপ্রিল থেকে ২০২১ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় করে পরবর্তীতে ৬৪টি ভুয়া চালানের মাধ্যমে ব্যাংকে জমা দেখিয়ে ৩০ লাখ ৩৭ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ করেন তিনি। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক মমিনুর রহমানের নির্দেশে ভূমি সহকারী কর্মকর্তা সুমনের বিরুদ্ধে গত বছরের ২২ নভেম্বর কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো পেয়ার আহমদ। বিষয়টি দুদক’র তফসিলভুক্ত অপরাধ হওয়ায় কর্ণফুলী থানা পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করে অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দুদকে প্রেরণ করে। গত ৭ ফেব্রুয়ারি সুমন চৌধুরীর বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।
# ১৬.০২.২০২২ চট্টগ্রাম #