চলমান সংবাদ

লতার পর এবার নিভে গেল সন্ধ্যা-প্রদীপও

সন্ধ্যা মুখোপাধ্যায় (ফাইল ছবি)

 শিল্পী লতা মুঙ্গেশকরের পর মাত্র কদিন পর সঙ্গীত জগতের আরেক কিংবদন্তী শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আনন্দবাজার পত্রিকার সূত্রমতে, গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ওই প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী। পর দিন তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।মেডিক্যাল বোর্ডও গঠিত হয়। । শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা ক্রমশ স্থিতিশীল হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হঠাৎ তাঁর শারীরিক জটিলতা বাড়ে। বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা চলে গেলেন।

আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এ বার নিভল সন্ধ্যা-প্রদীপও।
 হাসপাতালে ভর্তির একদিন আগেই ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করে আলোচনায় এসেছিলেন কিংবদন্তি এ সঙ্গীতশিল্পী। কোকিল কন্ঠী শিল্পী সন্ধ্যার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক মাধ্যম জুড়েও অনেক ভক্তরা শিল্পীর মৃত্যুতে শোক ও ভালবাসা জানাচ্ছেন।

# ১৫/০২/২০২২, প্রগতির যাত্রী ডেস্ক #