চলমান সংবাদ

নামফলকে বাংলা না লেখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ৩২ হাজার

নগরের পোর্ট কানেকটিং রোড ও বায়েজিদ বোস্তামী এলাকার ব্যবসায় প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখার কারণে জরিমানা গুণতে হয়েছে সাত প্রতিষ্ঠানকে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এসকল প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এদিকে, বে লিফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, কে বেকারিকে ২ হাজার টাকা, এপেক্স শোরুমকে ৫ হাজার টাকা, বাইব্রেন্টকে ৩ হাজার টাকা, জেন্টল পার্ককে ৫ হাজার টাকা, ব্লু মুনকে ৩ হাজার টাকা, হোলোল্যান্ডকে ২ হাজার টাকা, বাটা শোরুমকে ২ হাজার টাকা, ও লিগ্যাল এম্পোরিয়ামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে আরেক অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসায় পরিচালনা করার দায়ে বায়েজিদের সাত দোকানদারের বিরুদ্ধে মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ খাদ্য পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশন আইনে করা মামলায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
# ১৫.০২.২০২২ চট্টগ্রাম #