চলমান সংবাদ

চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে সাগরকূলে কবির স্টিল শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি ইয়ার্ডের সকল কার্যক্রম স্থগিত করেছে শিল্প মন্ত্রণালয়

অদক্ষ শ্রমিক নিয়োগ, নিরাপত্তা নিশ্চিত না করা, ঘনঘন দুর্ঘটনা এবং সম্প্রতি এক শ্রমিক নিহতের ঘটনায় চট্টগ্রামের সীতাকু- উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে সাগরকূলে কবির স্টিল শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি ইয়ার্ডের সকল কার্যক্রম স্থগিত করেছে শিল্প মন্ত্রণালয়। ইয়ার্ড বন্ধের পাশাপাশি শ্রমিক নিহতের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে ৭ কর্মবিসের মধ্যে কবির স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।  দুর্ঘটনার কারণ অনুসন্ধান,  দায়-দায়িত্ব নির্ধারণ করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি। সোমবার শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুনঃপ্রক্রিয়া শাখা থেকে মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন পৃথক  দুটি আদেশ জারি করেন। এদিকে সীতাকুন্ডের মাদামবিবির হাট এলাকায় কেএসআরএম গ্রুপের মালিকানাধীন খাজা শিপ ব্রেকিং ইয়ার্ডে (বর্তমানে কবির গ্রুপ জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণ স্থাপনা) শ্রমিক মৃত্যুর ঘটনায় গত বছরের নভেম্বরে স্ক্র্যাপ জাহাজ আমদানি ৪ মাসের জন্য স্থগিত করে শিল্প মন্ত্রণালয়। জরিমানা করা হয় ৫ লাখ টাকা। এর আগে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর একই অভিযোগে ৩ মাসের জন্য জাহাজ আমদানি স্থগিত করেছিল শিল্প মন্ত্রণালয়। এর পরও ইয়ার্ড দুটিতে নিয়মিত  দুর্ঘটনা ঘটছে। ফলে দেশে-বিদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে বলে শিল্প মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। জানা গেছে, ১ ফেব্রুয়ারি রাতে আরিফুল ইসলাম সুজন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্টে জাহাজে কাজ করার সময় উঁচু থেকে পড়ে আরিফের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। মালিকপক্ষ শুরু থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রমাণের চেষ্টা করে আসছিল। গত ২ মাসে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন দুটি শিপ ইয়ার্ডে এক শ্রমিকের মৃত্যুসহ চারটি দুর্ঘটনা ঘটে। এরমধ্যে এক শ্রমিকের হাত কেটে ফেলতে হয়েছে। মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, শিপ ব্রেকিং অ্যান্ড রি-সাইক্লিং রুলস ২০১১ অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষা করে নিরাপদ ও প্রশিক্ষিত শ্রমিকদের মাধ্যমে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিষয়ে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। এমন দুর্ঘটনা ও শ্রমিক নিহতের ঘটনায় দেশে-বিদেশে এ শিল্প নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। দুর্ঘটনার কারণে শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রি-সাইক্লিং রুলস ২০১১এর বিধি ৪৫.১ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইয়ার্ডের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। ইয়ার্ডে সংগঠিত দুর্ঘটনার বিষয়ে ৭ কার্যবিসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক, সীতাকুন্ডের উপজেলা নির্বাহি কর্মকর্তাকে ওই আদেশের অনুলিপি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি: এদিকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুজ্জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন-পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মুফিদুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাবিক মুবাররাত, এইচআর শিপ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (সেইফটি এজেন্সি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ও গ্রিনটেক সেইফটি এজেন্সির টিম লিডার চিফ ইঞ্জিনিয়ার শহীদ লতিফ।  দুর্ঘটনার কারণ অনুসন্ধান,  দায়-দায়িত্ব নির্ধারণ ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব বরাবর ৭ কর্মবিসের মধ্যে তদন্ত প্রতিবেদন  দাখিল করতে বলা হয়েছে। সোমবার পর্যন্ত আদেশ হাতে পাননি জানিয়ে কমিটির আহ্বায়ক নূরুজ্জামান বলেন, আগামী মঙ্গলবার হাতে পেলে তদন্তের কাজ শুরু করবো। পরিবেশ, বন ও জলবায়ু ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ও চট্টগ্রাম জেলা প্রশাসককে অনুলিপি দেওয়া হয়েছে। কমিটির সদস্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাবিক মুবাররাত বলেন, কমিটির আহ্বায়ক করণীয় নির্ধারণ করবেন। ইয়ার্ড পরিদর্শনে আসলে আমরা একসঙ্গে তদন্তে অংশ নেবো।

# ১৪.০২.২০২২ চট্টগ্রাম #