চলমান সংবাদ

নির্বাচন পূর্বাপর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের শাস্তি দাবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বাপর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, সন্ত্রাস তথা সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়াস্থ কেঁওচিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় অগ্নিদুর্গত ঘটনাস্থল চন্ডী বৈদ্যের বাড়িতে ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শনে যাবেন এবং সাতকানিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড় বলেন, বিগত ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন এবং আগে-পরে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাস, অগ্নিসংযোগ, গোলাগুলির ঘটনার মধ্য দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়। সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নে নির্বাচনের পরবর্তী ৯ ফেব্রুয়ারি গভীর রাতে প্রায় দুইশ’ বছরের পুরানো চন্ডী বৈদ্যের ঘরে (চন্ডী সুশীল) কে বা কারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে প্রায় ২১ লাখ টাকার ক্ষতিসাধন হয় এবং পুরাতন ঘর পুড়ে প্রায় বিশ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এর পরের দিন সকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি এসে ঘটনাস্থল পরিদর্শন করে অকটেন উদ্ধার করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়। এছাড়া ৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর ওপর হামলা হয়। চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে গত ৮ ফেব্রুয়ারি রাতে চন্দন সুশীলের ওপর হামলা হয়। বিগত ৫ জানুয়ারি ৬ষ্ঠ পর্বের নির্বাচনের আগের দিন আনোয়ারার ৪নং ওয়ার্ডের আকাশ আচার্যকে রাস্তা থেকে অপহরণ করে নির্দয়ভাবে মারধর করা হয়। এসব ঘটনায়ও থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন পূর্বাপর এসব সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। যাতে আর কোন ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, কেন্দ্রীয় কমিটির আদিবাসী বিষয়ক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি সুভাষ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন শেখর দত্ত প্রমুখ।
# ১৩.০২.২০২২ চট্টগ্রাম #