শিল্প সাহিত্য

রাজনীতি

– চৌধুরী জোসেন

১.
কদিন আগে অকারনেই বাসভাড়া বাড়ানো হলো
সয়াবিন তেলের দাম আবার বাড়লো।
মাছ, শুটকি, শাখ সব কিছুতে যেন আগুন
বিনা নোটিশে কর্মী ছাটাই করছে কোম্পানী
আপনি বললেন-
তাতে আমার কি, আমিতো রাজনীতি করি না। আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড না।
আপনার ইন্টারেস্ট পরীমনি
শিল্পী সমিতির নির্বাচনের রাতে আপনি ঘুমহীন।
জাফরুল্লার মিথ্যাচারে আপনার সুড়সুড়ি লাগে।
তারপর আপনি বলেন-
তাতে তোমার কি? আমিতো রাজনীতি করি না। আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড না।
২.
আজ মুক্তিভবনের চায়ের গলিতে এটা কে
কি? চাকরি নেই?
অবিচার করা হয়েছে তোমার সাথে?
আজ যদি বলি
তাতে আমার কি, আমিতো রাজনীতি করি না। আমি এসব বিষয়ে ইন্টারেস্টেড না।
৮-ফেব্রুয়ারী-২২