শিল্প সাহিত্য

আমজনতার জন্য শুধু আঁটি

– নাজিমুদ্দীন শ্যামল

আকাশ বাতাস প্রকম্পিত করিয়া প্রচারিত
হইল যে, আমাদের জিডিপি বাড়িয়াছে;
আমাদের রিজার্ভ মানি সকল রেকর্ড
ভঙ্গ করিয়াছে। সকলে বুঝিল যে,
আমাদের সকলের আয় রোজগার
দেদার বাড়িয়া গিয়াছে। কেননা
জিডিপি বাড়িলে রোজগারপাতি
বাড়িয়া যাওযার সূচককে ইঙ্গিত করে।
আর রিজার্ভ রেকর্ড ছাড়াইয়া যাওয়ার
অর্থ দাঁড়াইল যে, আমরা সকলে
ধনী হইয়াছি। উক্ত প্রচারে প্রচারকদের
প্রসার বাড়িল বটে, তাহারা আরও ধনী
হইল। অর্থ বিত্ত ক্ষমতায় আরো সমৃদ্ধ
হইল।

বস্তুত আমরা যাহারা আম জনতা
তাদের জন্য শুধুই আঁটিটাই পড়িয়া রহিল।
আমরা সকলে আঁটি চাটিতে চাটিতে
ঢেঁকুর তুলিয়াছি আর বলিয়াছি
সত্যই আমরা এখন আম খাওয়ার
স্বাদ পাইতেছি। কিন্তু একবারও বলি নাই
অর্থশালীগণই ক্ষমতাশালী কিংবা
ক্ষমতাশালীগণই অর্থশালী হইয়াছে
তাহারা সকল আম চুরি করিয়া খাইয়াছে
আর আমজনতার জন্য পড়িয়া রহিয়াছে
কচু। #####

নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক