চলমান সংবাদ

রাত পোহালেই সাতকানিয়ার ১৬ ইউপিতে নির্বাচন—কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

সাতকানিয়ার ১৬ ইউপিতে রাত পোহালেই নির্বাচন। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সাতকানিয়ার ১৬টি ইউপিতে ভোট হবে ব্যালট পেপারে। শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হয়েছে সকল নির্বাচনী প্রচার-প্রচারণা। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, ‘পুলিশের পাশাপাশি ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্যরা টহলরত অবস্থায় নিয়োজিত থাকবেন।’ তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি আমাদের রয়েছে। সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা বাহিনী সুষ্ঠুভাবে ভোট শেষ করতে নিয়োজিত থাকবে।’ সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোববার দুপুর থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হচ্ছে। এতে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম।’ তিনি আরও বলেন, ‘সাতকানিয়ায় ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্য পদে ৫৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরানগড়, কেঁওচিয়া, সাতকানিয়া সদর ও মাদার্শা ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ​চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
# ০৬.০২.২০২২ চট্টগ্রাম #