চলমান সংবাদ

মিতু হত্যা: পিবিআই’র ফাইনাল রিপোর্টের শুনানি  পিছিয়েছে চাঞ্চল্যকর মাহমুদ খানম মিতু হত্যায় তার বাবার দায়ের করা মামলার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই’র দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানি হয়নি। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেছেন আদালত। রবিবার মিতুর বাবা মোশাররফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানি তারিখ নির্ধারণ করা হয়েছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান জানান, পিবিআই-এর দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানি হয়নি। মোশাররফ হোসেনের (মিতুর বাবা) করা সময়ের আবেদন আদালত মঞ্জুর করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আগামী ২২ ফেব্রুয়ারি মিতুর বাবার করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানির সময় নির্ধারণ হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি মিতু হত্যা মামলায় তার বাবার দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে তদন্তকারী সংস্থা পিবিআই। সেটি গ্রহণের জন্য আদালতের নির্ধারিত তারিখ ছিল ৬ ফেব্রুয়ারি। এই ঘটনায় প্রথম মামলাটি করে মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার। সেটি তদন্তে নেমে পিবিআই খোদ বাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে গত বছরের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এরই ভিত্তিতেই বাবুলকে আসামি করে মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ের অদূরে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।
# ০৬.০২.২০২২ চট্টগ্রাম #