শিল্প সাহিত্য

লোকটা

– নাজিমুদ্দীন শ্যামল

দু:খগুলো ঘূনপোকার মতো খেয়ে গেলো
আয়ুর মাখন, আলোর ঝালর, স্বপ্নের কাকলি।
অবিরাম দুঃখ পেতে পেতে দু:খী লোকটা
খুব তাড়াতাড়ি আপাদমস্তক বুড়িয়ে গেলো।
চোখের সামনে চাঁদের জলে øান করলো,
ভর দুপুরে ছড়িয়ে দিলো জোছনা রূপালি।

কী আশ্চর্য, দুঃখী লোকটা আনমনে রাস্তায়
স্বপ্নের জাবর কেটে সময় কাটায় এখন।
নিজের ঘরের দরজাটাও সময় সময়
চিনতে পারে না। চিরচেনা পথঘাট আর স্মৃতিচিহ্ন
লাগে অচেনা। আহা, দুঃখগুলো
খেয়ে যায় জীবনের আনাজতরকারী

গোপনে গোপনে কেটে দেয় আয়ুর দড়ি,
ভালবাসা বন্ধন আর স্বপ্নের সবুজ সিঁড়ি।

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক