চলমান সংবাদ

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড অশোক সাহা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির কমরেড অশোক সাহা এবং অধ্যাপক মোহাম্মদ জাহাংগীর
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি চট্টগ্রাম জেলা শাখার দ্বাদশ সম্মেলনে অধ্যাপক অশোক সাহা সভাপতি ও মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) নগরীর মৈত্রী ভবন মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন শেষে রাতে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটিতে সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূরুচ্ছফা ভূঁইয়া। সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহআলম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন এবং সদস্য মৃণাল চৌধুরীর উপস্থিতিতে সাংগঠনিক অধিবেশন হয়। ২১ সদস্যের কমিটি গঠনের জন্য ব্যালটে ভোটের মাধ্যমে ১৭ জন সদস্য নির্বাচন করা হয়। এরা হলেন- মৃণাল চৌধুরী, অশোক সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নূরুচ্ছফা ভূঁইয়া, চন্দন দাশ, দেলোয়ার মজুমদার, রেখা চৌধুরী, সিতারা শামীম, শীলা দাশগুপ্ত, ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম, রাশিদুল সামির, প্রদীপ ভট্টাচার্য, মাহবুবুল হক চৌধুরী, মো. মছিউদ্দৌলা এবং দিলীপ নাথ। নির্বাচিত ১৭ জন সভায় বসে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারি সাধারণ সম্পাদক নির্বাচন করেন। ২১ সদস্যের কমিটির বাকি চারজনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে। এর আগে সকালে নগরীর চেরাগি চত্বরে সম্মেলনের উদ্বোধন হয়। এদিকে এবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা কমিটি থেকে পৃথক করে আলাদাভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সম্মেলন হলেও দক্ষিণের কমিটি গঠনের লক্ষ্যে আলাদা কাউন্সিল হয়। নগরীর হাজারী লেইনস্থ সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অধ্যাপক কানাইলাল দাশকে সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়।

# ২৮/০১/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #