চলমান সংবাদ

বাম বিকল্প গড়ার প্রত্যয়ে সিপিবি চট্টগ্রাম জেলা সম্মেলন সম্পন্ন

-লুটপাট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম বিকল্প গড়ার আহ্বানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে নগরের চেরাগি পাহাড় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম।

লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ-বিএনপির বিকল্প শক্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, আমাদের কমিউনিস্ট পার্টির রাজনীতি ব্রিটিশ আমল থেকে হিসাব করলে একশ’ বছর হয়েছে। এর মধ্যে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে হাজার হাজার কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল, জুলুম, হুলিয়ার স্বীকার হয়েছেন। কমরেডরা ব্রিটিশ তাড়াতে কঠিন লড়াই করেছেন।

বায়ান্নের ভাষা আন্দোলনে কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা কমরেড অংশ নিয়েছেন। এ পার্টির লাল ঝান্ডা কমরেড মনি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এ লাল পতাকা আমরা রাষ্ট্রক্ষমতায় উড্ডীন করবো। আওয়ামী লীগ, বিএনপি দুই জোটের বাইরে বাম প্রগতিশীল বিকল্প গড়ে তুলবো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আমাদের এই দেশটিকে আর চেনা যায় না। বাংলাদেশকে আজ একদিকে লুটেরা-দস্যু, অন্যদিকে মৌলবাদি-জঙ্গিবাদিরা গ্রাস করে নিয়েছে। এই আওয়ামী লীগ দিয়ে হবে না, আওয়ামী লীগের জোট দিয়েও হবে না।

বিএনপি দিয়ে হবে না, বিএনপি-জামায়াত জোট দিয়েও হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের বাইরে প্রগতিশীল, ভালো মানুষ, ভদ্র মানুষদের জোট গড়ে কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’

উদ্বোধনী মঞ্চে সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন এবং সদস্য মৃণাল চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মো. শাহ আলম। সংগঠনের পতাকা উত্তোলন করেন অশোক সাহা। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহকারি সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক সংগীত পরিবেশন করেন সিপিবির সংস্কৃতি শাখার শিল্পীরা। পরে নগরীর মোমিন রোডে মৈত্রী ভবন মিলনায়তনে সাংগঠনিক অধিবেশন শুরু হয়।

এদিকে নগরীর হাজারী লেইনস্থ সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অধ্যাপক কানাই দাশকে সভাপতি ও মো. শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়।

# ২৮.০১.২০২২ চট্টগ্রাম #