চলমান সংবাদ

বাঁশখালীর এমপি’র নির্দেশে মুক্তিযোদ্ধাকে হত্যার উদ্দেশে হামলার অভিযোগ

এমপি জামায়াত-বিএনপির লোক দিয়ে সংগঠন চালান- মুক্তিযোদ্ধা সেলিম বাঁশখালীর সরকার দলীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী জামায়াত-বিএনপির লোক দিয়ে সংগঠন চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাঁশখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। সম্প্রতি তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, গত ১৮ জানুয়ারি এমপির লোকজন আমার ওপর হামলা চালিয়েছে। হামলাকারী সিরাজ, মিনার ও ইলিয়াছ এমপির লোক হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আমাকে ভয়ভীতি দেখিয়ে চলেছে এমপির লোকজন। আওয়ামী লীগের লোকজন তার সঙ্গে নেই। তাই তিনি নিজস্ব বাহিনী ও জামায়াত-বিএনপির লোক দিয়ে সংগঠন চালাচ্ছেন। এমপি বাঁশখালীতে একক রাজত্ব কায়েম করতে চান। সে কারণে তার নির্দেশে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী বলেন, বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী আগে থেকেই মুক্তিযোদ্ধাদের ওপর ক্ষুব্ধ। তিনি বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি বলে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। নানান কারণে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপির দূরত্ব আছে। এমপি প্রায় সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা করতে অনুসারীদের উৎসাহ দেন। যার কারণে গত দুই বছরে এমপির কোনও অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন না। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধারা যখন নানাভাবে সম্মানে ভূষিত হচ্ছেন সেখানে বাঁশখালীর মুক্তিযোদ্ধারা অসহায় দিনযাপন করছেন। সেখানে মুক্তিযোদ্ধাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। যার নমুনা গত ১৮ জানুয়ারি। সেদিন আমাকে হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেদিন হামলাকারীরা ৭৫ বছরের একজন মুক্তিযোদ্ধার ওপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, আমাকে প্রাণে মারতে না পেরে সেদিনের ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার চরিত্রহননের অপপ্রয়াস চালিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলার সহকারী কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম নগরের আহ্বায়ক শাহেদ মুরাদ শাকু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব কামরুল হুদা পাবেল। মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দেওয়ার আকুতি জানান।
# ২৬.০১.২০২২ চট্টগ্রাম #