চলমান সংবাদ

করোনার নিষেধাজ্ঞা না মানায় ৯ রেস্টুরেন্টকে জরিমানা

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও সরকারি নিষেধাজ্ঞা না মানায় নগরের ৯টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে আগ্রাবাদের সেন্টমার্টিন হোটেলের বনেদি রেস্টুরেন্টকে ৫ হাজার, সিলভার স্পুনকে ৫ হাজার, দি কপার চিমনিকে ৫ হাজার, কাচ্চি ডাইনকে ৫ হাজার, ওরিয়েন্ট রেস্টুরেন্টকে ৫ হাজার, ওয়াসা মোড়ের কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৫ হাজার, গ্র্যান্ড মোগলকে ৫ হাজার, দামপাড়ার হান্ডিকে ৫ হাজার, দাবাকে ৩ হাজার টাকা জরিমানাসহ ১২ মামলায় ৪৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শনিবার (২২ জানুয়ারি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে গ্রাহকদের টিকা সনদ ও মাস্ক পরার বিষয় নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নির্দেশনা দেওয়া হয় এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও সচেতন করা হয়। সিএমপি টিম, চসিক কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহায়তা করেন।
# ২২.০১.২০২২ চট্টগ্রাম #