চলমান সংবাদ

চিত্রশিল্পী অজয় সেন চৌধুরীর ‘অন্ত্যমিলে এই বিকেলে’ চট্টগ্রামে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

এপার বাংলা ও ওপার বাংলার তুমুল জনপ্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়সহ বাংলা ভাষার ২৪ জন কবির কবিতাকে রংতুলিতে চিত্রে ফুটিয়ে তুলেছেন চট্টগ্রামের শিল্পী অজয় সেন চৌধুরী। ‘অন্ত্যমিলে এই বিকেলে’-শীর্ষক এই চিত্র প্রদর্শনী বৃহস্পতিবার বিকেল ৫ টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে উদ্বোধন করা হয়েছে। তিনদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কে এম এ কাইয়ুম। শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে প্রতিদিন বিকেল ৪ টা থেকে ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। চিত্র প্রদশর্নীর উদ্বোধনী দিনে চট্টগ্রামের লেখক-সাহিত্যিক-কবি, শিল্পীসহ দর্শনার্থীরা ভিড় করেন শিল্পীর শিল্পকর্ম দেখতে। এসময় শিল্পী আহমেদ নেওয়াজ, নাট্যশিল্পী শিশির দত্ত, সাংবাদিক শ্বিজিৎ চৌধুরী, সজল চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শনার্থীরা বলেন, শিল্পী অজয় সেন চৌধুরীর ছবিতে রঙে আলোয় বিভায় যে অধরা ধরা পড়ার ভঙ্গিমা তাতে নানামাত্রিক নারী প্রকৃতির মতো দেখা দেয়। কখনো প্রেয়সী, কখনো জননী, কখনো সে দেশ। এর ভেতর একটা কাব্যিকতা গন্ধ ছড়ায়। প্রসঙ্গত শিল্পী অজয় সেন চৌধুরী চিত্রশিল্পী হলেও সেই আশির দশক থেকেই তিনি লিটল ম্যাগ্যাজিনের কাজ করতেন। তখন তিনি ছড়া-কবিতাও লিখেছেন। কবি-সাহিত্যিকরা মনে করেন, শিল্পী অজয় সেন চৌধুরী শিল্পী হওয়ার আগেই কবি হয়েছিলেন। তবে তিনি ধীরে ধীরে তিনি ক্যানভাসের কবি হয়ে উঠে। কয়েকটি চিত্র প্রদর্শনীও হয়েছে তাঁর।
# ১৩.০১.২০২২, চট্টগ্রাম #