চলমান সংবাদ

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে নির্মান শ্রমিক

জীবনের ঝুঁকি নিয় কাজ করছে নির্মাণ শ্রমিকেরা

চট্টগ্রামের বয়েজিদ বোস্তামী থানার নিকটবর্তী কুঞ্জছায়া আবাসিক এলাকার ৩ নম্বর রোডে একটি আট তলা ভবনের ৮ম তলা নির্মাণের কাজ করছে নির্মাণ শ্রমিকেরা।অর্থাৎ সমতল থেকে প্রায় ৮০ ফুট উচ্চতায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে নির্মাণ শ্রমিকেরা। সামান্যতম অসতর্ক হলেই মারাত্মক দুর্ঘটনায় পতিত হতে পারে জেনেও পেটের দায়ে কাজ করছে হতভাগ্য নির্মাণ শ্রমিকেরা।

উল্লেখ্য শ্রম আইন বা জাতীয় সেফটি নীতিমালা অনুসারে উঁচু  স্থানে কাজ করার সময় শ্রমিকদেরকে সেফটি বেল্ট সরবরাহ করা  এবং সেফটি নেট ব্যবহার করা অপরিহার্য হলেও বাংলাদেশে নির্মান সেক্টরে  তেমন কোন নজির নেই।  ফলে এভাবে ঝুকিপূর্ণ পরিবেশে কাজ করার কারনে প্রতিবছর কয়েক শত নির্মাণ শ্রমিক নিহত এবং আহত হয়। আহতদের বড় অংশ পঙ্গু হয়ে যায়।

কোটি টাকা খরচ করে বিল্ডিং বানানো হলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ১ টাকাও খরচ করতে রাজী নয় ঠিকাদার কিংবা ভবন মালিক। শ্রমিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরও যেন নির্বিকার।

ছবিটি পাঠিয়েছে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ – ইনসাব বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক।

# ৭/১/২০২২, চট্টগ্রাম #