চলমান সংবাদ

পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপি’র ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বিএনপির মানবন্ধন থেকে পুলিশের ওপর ‘হামলার’ অভিযোগে দলটির শীর্ষ কয়েকজন নেতাসহ ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ৪৯ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনসহ দন্ডবিধির কয়েকটি ধারায় দায়ের করা এ মামলায় পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধাদান এবং পুলিশের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, এজাহারে মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সদস্য ইয়াছিন চৌধুরী, আব্দুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তিসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও আনেককে এ মামলায় আসামি করা হয়েছে। বুধবার ঘটনাস্থল থেকে আটক নেতাকর্মীদেরও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার আসামি ২৬ জন পলাতক আছেন। প্রসঙ্গত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের সপ্তম বর্ষপূর্তির দিনে কেন্দ্রঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নগর ও দক্ষিণ জেলা বিএনপি। মানববন্ধন কর্মসূচি চলাকালে সড়ক বন্ধ করে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে চাইলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন। এসময় পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। ঘটনায় নগর পুলিশের দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলামসহ চার পুলিশ আহত হয়েছেন। আটক করা হয় ৪৯ জনকে। # ০৬.০১.২০২২ চট্টগ্রাম #