চলমান সংবাদ

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ-সংঘর্ষ ৪ পুলিশ সদস্যসহ আহত ১০, আটক ৪৯

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর পুলিশের পাল্টা ধাওয়ায় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর রাস্তায় যান চলাচল ব্যাহত হলে, তাদের সড়ক থেকে ফুটপাতে উঠার অনুরোধ করলে সেখান থেকে বাকবিতন্ডা, একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এরপর তারা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশও বেধড়ক লাঠিচার্জ করে। জানা গেছে, মানববন্ধন শুরুর আগেই প্রেসক্লাব চত্বরে বিএনপির সহ¯্রাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। দলের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত হওয়ার আগেই প্রেসক্লাবের সামনে সড়কের একপাশ বন্ধ করে নেতাকর্মীরা বসে পড়েন। কর্মসূচি শুরু হলে সড়কের উভয়পাশ বন্ধ হয়ে যায়। এতে জামালখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাব চত্বর ছাড়াও আশপাশের অলিগলিতে অবস্থান নেন। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলে থাকা পুলিশ এসে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। কর্মসূচি শুরুর ২০ মিনিট পরেই গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশও মারমুখী হয়ে উঠে। সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র উপ-কমিশনার (দক্ষিণ) জসীম উদ্দিন বলেন, ‘শ’খানেক লোক উপস্থিত থাকবে জানিয়ে মানববন্ধনের মৌখিক অনুমতি নিয়েছিল বিএনপি। কিন্তু সেখানে এক থেকে দেড় হাজার জনসমাগম হয়। প্রথমে সড়কের একপাশ, পরে উভয়পাশ বন্ধ করে দেয় তারা। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা গলির ভেতর থেকে আমাদের লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ শুরু করে। তখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কর্তব্য পালন করেছে।’ তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের হামলার সময় মাথায় ইটের আঘাতে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে আয়োজিত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মানববন্ধনে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ। পুলিশের লাঠিপেটায় বিএনপির ৭-৮ জন মারাত্মক আহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন।

# ০৫.০১.২০২২ চট্টগ্রাম #