চলমান সংবাদ

চট্টগ্রামের ৩ উপজেলায় ২৪ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় প্রাণহানি ১, সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই

নির্বাচনী সহিংসতায় প্রাণহানি, প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, কেন্দ্র দখল, গণমাধ্যমের গাড়ি ভাংচুরসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের ৩ উপজেলার ২৪ ইউনিয়নে পঞ্চমধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। আনোয়ারার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় ওমকার দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছে। বোয়ালখালীতে ইউপি নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, গণমাধ্যমকর্মীদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া চন্দনাইশে ভোটকেন্দ্র করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য আহত হন। তবে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আনোয়ারায় একটি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তারপরও সার্ভিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। বোয়ালখালী : উপজেলার ৭টি ইউপি নির্বাচনে দিনভর ছিলো নির্বাচনী সহিংসতা আর কেন্দ্র দখল। বুধবার সকাল থেকে দফা দফায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে আহলা করলডেঙ্গা ইউনিয়নে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনসুর আহাম্মদ বাবুলের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান (আনারস) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এছাড়া সকালে আহলা আছাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকের সমর্থকরা ভোট নেওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। এ কেন্দ্রে সংবাদকর্মীরা উপস্থিত হলে তাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সংবাদকর্মী সাইফুল আহত হন। এসময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক উপস্থিত হন। হামলাকারীদের তোপের মুখে তিনিও আহত হন। তিনি বলেন, মাথায় হালকা চোট পেয়েছি। হামলাকারীদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। আমুচিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অনুপম বড়–য়া পারুর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে নৌকার প্রার্থী কাজল দে’র কর্মী সমর্থকরা জাল ভোট দিয়েছে বলে অভিযোগ করেছেন কাস্তে প্রতীকের প্রার্থী অনুপম বড়–য়া। এর আগে সকালে আহলা করলডেঙ্গা লুধি শিকদার পাড়ায় আনারস প্রতীকের কর্মী সমর্থকদের সাথে নৌকার কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। শাকপুরা ইউনিয়নেও নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল মোনাফের কর্মী সমর্থকরা সবকটি কেন্দ্র দখল নিয়ে নেয়। এসময় এর প্রতিবাদ জানাতে গিয়ে ৪নং ওয়ার্ডে হামলার শিকার হন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন। এছাড়া কেন্দ্র দখল করে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে। তিনি দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে পুন:নির্বাচনের দাবি জানিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত আবেদন করেন। মো. গিয়াস উদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলেন। তিনি নৌকার প্রতীকের বিরোধীতা করায় তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়। আনোয়ারা : নির্বচানী সহিংসতায় একজনের প্রাণহানি, তিন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন, ভোট কেন্দ্র ভাংচুর, গোলাগুলি, হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে আনোয়ারায় ১০ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড়ের প্রতিদ্বন্দ্বী এক ইউপি সদস্যের সমর্থকদের হামলায় সিংহরা গ্রামে ওমকার দত্ত (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওমকার স্থানীয় দিলীপ দত্তের পুত্র। এছাড়া বেলা ১১ টায় রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে ৩ টি ছোরা, শতাধিক লাঠি, রামদা ও ১৪ টি হেলমেন্ট উদ্ধার করেছে র‌্যাবের একটি দল। র‌্যাবের কোম্পানির কমান্ডার(এসপি) তাহিয়া আহমেদ চৌধুরী জানান, কেন্দ্রে অরাজকতা সৃষ্টির জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে এসব মজুদ করা হয়েছে। অপরদিকে দুপুরে পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী ওয়ারেস আহমেদ চৌধুরী ও আল আমীন সমর্থকদের মধ্যে ভোট জালিয়াতির বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এসময় কেন্দ্র ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়। এসময় ওই কেন্দ্রে ২ ঘন্টারো অধিক সময় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এদিকে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী পরৈকোড়া ইউনিয়নের নাজিম উদ্দিন চৌধুরী, বারশত ইউনিয়নের আমিনুল হক ও হাইলধর ইউনিয়নের মো. সোলেমান চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষনা দেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে জুয়েল দত্ত(৬), তপন দত্ত (৪৭), মো.সাইমন(২৩), মো.ইয়াছিন(২২), মো.আলী(২২), মো.আকবর(১৮), মো.আলফাজ(২৬)সহ ৭ জনকে আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানায়। চন্দনাইশ : উপজেলার হাশিমপুর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেলের সমর্থকরা ভোটকেন্দ্রে হামলা চালায়। এসময় ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। এসময় মোজাম্মেলের সমর্থকরা দুটি মুড়িসহ ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পুলিশ সদস্যরা ধাওয়া দিলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক মো. শাহাদাত হোসেন আহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের সহায়তায় মুড়িসহ একটি ব্যালট পেপার উদ্ধার করতে পারলেও অন্যটির বেশকিছু পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে যায় তারা। প্রতিটি মুড়িতে ১০০টি ব্যালট রয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, কেন্দ্রের বাইরে ঝামেলা হয়েছিল। আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
# ০৫.০১.২০২২ চট্টগ্রাম #