চলমান সংবাদ

অবশেষে চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন

আজ থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) থেকে বিদেশগামী যাত্রীদের দ্রুততম সময়ে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবেন। এজন্য ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬০০ টাকা। তবে এই ফি পরিশোধ করবে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অর্থাৎ প্রবাসীদের আরব-আমিরাত যেতে করোনা টেস্ট ফি দিতে হবে না। রোববার (২ জানুয়ারি) বিদেশগামীদের করোনা পরীক্ষায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক (ডা.) নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাব প্রধান ও সহযোগী অধ্যাপক (মাইক্রোবায়োলজি) ডা. শাকিল আহমেদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান, চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রমুখ। সোমবার থেকে বিমানবন্দরে পরীক্ষা করা হবে জানিয়ে করে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘বিমানবন্দরে মেশিনারি জিনিসপত্র বসানো হয়েছে। এখন থেকে চট্টগ্রাম থেকেই পিসিআর পরীক্ষার সনদ নিয়ে যাত্রীরা দুবাই যেতে পারবেন। সোমবার থেকে চলবে ল্যাব।’ শুধু এই পিসিআর ল্যাব না থাকার কারণে বিশেষ করে দুবাইগামী যাত্রীরা ভ্রমণ করতে পারছিলেন না। ল্যাব চালু হওয়ায় যাত্রীদের পাসপোর্ট, টিকেট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ ও ভিসার ফটোকপি নিয়ে যাত্রার ন্যূনতম ৬ ঘন্টা আগে চট্টগ্রাম বিমানবন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল দিতে হবে। এর আগে ১৮ ডিসেম্বর থেকে ল্যাব স্থানের অবকাঠামোর কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে গত ২৯ ডিসেম্বর এই ল্যাবের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয় এবং পরীক্ষামূলকভাবে চালুর জন্য প্রস্তুত হয়। গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতসহ বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার জন্য চারটি বেসরকারি ল্যাবকে অনুমোদন দেওয়া হয়। ল্যাবগুলো হলো- ঢাকার বাড্ডার প্রেসক্রিপশন পয়েন্ট, ধানমন্ডির ল্যাব এইড লিমিটেড, কুমিল্লার লাকসামের মর্ডান হসপিটাল প্রাইভেট লিমিটেড ও চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেড।
# ০২.০১.২০২২ চট্টগ্রাম #