চলমান সংবাদ

ফুলেল শ্রদ্ধায় সিক্ত একাত্তরের শব্দসৈনিক মুশতারী শফী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফী। মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মরদেহ নেওয়া হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। সেখানে নারীনেত্রী, সাহিত্যিক বেগম মুশতারী শফীকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে সোমবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল।সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার মুশতারী শফী দেশে প্রগতিশীল চেতনার বাতিঘর হিসেবে পরিচিত হয়েছিলেন। আগামীকাল বুধবার চট্টগ্রাম নেওয়ার কথা রয়েছে। সেখানেও সর্ব স্তরের মানুষ তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্ট্রীয় সম্মান জানানো পর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে দাফন করা হবে।
# ২১.১২.২০২১ #