চলমান সংবাদ

চট্টগ্রামে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০ তৃণমূলের প্রতিনিধি সভা পন্ড

প্রতিনিধি সম্মেলনে দাওয়াত দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ নেতাকর্মী। দুই গ্রুপের মধ্যে দফায় দফায় মারামারি, হামলা ও চেয়ার ছোড়াছুঁড়িতে পন্ড হয়ে যায় ফটিকছড়ি উপজেলা বিএনপির তৃণমূলের প্রতিনিধি সভা। সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) আড়াইটার দিকে নগরীর কাজীর দেউড়িস্থ বিএনপি কার্যালয় নাসিমন ভবনে ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপের সদস্যদের নিয়ে সম্মেলন চলছিল। কিন্তু ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সম্মেলনে দাওয়াত না দেওয়ায় এ ঘটনা ঘটে। প্রথমে সরোয়ার আলমগীর ও আজিম উল্লাহ বাহার গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে চেয়ার মারামারি ও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ২০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে। বিএনপি’র অপর একটি অংশ বলছে, ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে সরোয়ার আলমগীরের সমর্থিত ২০/২৫ জন কর্মী। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সরোয়ার আলমগীরের বহিরাগত কর্মীদের বেরিয়ে যেতে বললে বিরোধ সৃষ্টি হয়। কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সঙ্গে সরোয়ার গ্রুপের সমর্থকরা চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর এবং সংর্ঘষ জড়ায়। সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, কাজীর দেউড়ি এলাকায় বিএনপি কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র দুই পক্ষের মধ্যে কথাকাটির জেরে সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। # ২১.১২.২০২১ চট্টগ্রাম #