চলমান সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ শীর্ষক সেমিনারে বক্তারা বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে

 ‘চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল ডিজিটাল বাংলাদেশ। এটা বাস্তবায়নে জনগণ ভোট দিয়েছেন। সরকারের প্রচেষ্টা ও নানা উদ্যোগে বাংলাদেশ ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্প বিপ্লব আমাদের তরুণদের জন্য সুযোগ নিয়ে এসেছে। আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল’র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি আবু বকর সিদ্দিক। আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির সাবেক সভাপতি আরিফ খান। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মনোয়ারুল হক। সম্মেলনে ‘চতুর্থ শিল্প বিপ্লবঃ সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। ‘চতুর্থ শিল্প বিপ্লব: ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা। # ১০.১২.২০২১ চট্টগ্রাম #