চলমান সংবাদ

চট্টগ্রাম কারাগারের বন্দিদের দেয়া হচ্ছে করোনা টিকা

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির উদ্বোধনী দিনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কারাগারের ৮শ’ বন্দিকে করোনার টিকা দেওয়া হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কারাগারের ডিআইজি (প্রিজনস) একেএম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন কারাধ্যক্ষ (জেলার) দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া, কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীম রেজা প্রমুখ। ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৭ হাজার ৮০০ বন্দী আছে। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারে করোনার টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন ৮শ বন্দিকে করোনার টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এখানকার অন্য বন্দিদের এবং অন্যান্য কারাগারেও টিকা দেওয়া হবে। কারাবন্দিদের টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে হয়নি। বিশেষ ব্যবস্থায় তাদের টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, কারাগারে থেকে যেসব বন্দী প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে, তাদেরকে সেখানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আবার যেসব বন্দি প্রথম ডোজ টিকা নেয়ার পর জামিনে মুক্তি পাবেন, তারা বাইরে থেকে কার্ড প্রদর্শন করে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারবেন। এজন্য তাদেরকে একটি করে কার্ড দেয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। কারাগার সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে আসামি হয়ে যারা নতুনভাবে কারাগারে আসবে তাদেরকেও টিকার আওতায় আনা হবে। করোনার টিকা দেওয়ার জন্য কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথ করা হয়েছে। এখানে বন্দিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গত বছরের এপ্রিল থেকে করোনার সংক্রমণ এড়াতে চট্টগ্রাম কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তবে কারা কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতর থেকে বন্দিদের স্বজনের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ রয়েছে।
# ০৯.১২.২০২১ চট্টগ্রাম #